Posts

Showing posts from May, 2025

জীবন দর্পণ-১৫

অনেক ঝড় বাতাস হচ্ছে তাইনা? আমের গাছগুলো তে তাকান,দেখে মনে হবে যে কোনো সময় টুপ করে আমটা মাটিতে পড়ে যাবে। তখন কী আর আমের সাথে গাছের কোনো সম্পর্ক থাকবে?না!  আপনার রূহ হলো ঐ আমের মতো। কখন আপনার শরীর থেকে যাবে কেউ জানে না। এই জীবন অনেক ঠুনকো। রূহের যত্ন নিন। কারণ আমের মতো আপনাকেও মাটির সাথে মিশতে হবে।  সাড়ে তিন হাত নিচে।